ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

লক্ষ্মীপুরে দাবা টুর্নামেন্টের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
লক্ষ্মীপুরে দাবা টুর্নামেন্টের উদ্বোধন লক্ষ্মীপুরে দাবা টুর্নামেন্টের উদ্বোধন, ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: মাদকমুক্ত প্রজন্ম গঠনের প্রত্যয়ে লক্ষ্মীপুরে আন্তঃস্কুল দাবা টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন।

জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবার এ টুর্নামেন্টের আয়োজন করে।

টুর্নামেন্টে লক্ষ্মীপুরের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। প্রথম পর্বে ২০ জন বিজয়ী হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের যুগ্ম-আহ্বায়ক রাজু হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের প্রতিনিধি মহিউদ্দিন ভূঁইয়া মুরাদ, লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জোবায়দা গুলশান আরা, সিনিয়র শিক্ষক মহিউদ্দিন আহমেদ, পৌর শহীদ স্মৃতি একাডেমির ক্রীড়া শিক্ষক ফখরুল আলম জাহাঙ্গীর ও জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের সদস্য সচিব শাহ নেওয়াজ হীরা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।