ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

খেলা

যুব গেমসে দ্রুততম মানবী রুপা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
যুব গেমসে দ্রুততম মানবী রুপা ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ যুব গেমসে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে দেশের দ্রুততম মানবীর মুকুট জিতেছেন রাজশাহী বিভাগের রুপা খাতুন।

ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম১২.৩০ সেকেন্ড সময় নিয়ে বাকি ৬ প্রতিযোগীকে পেছনে ফেলে স্বর্ণ জয়ের গৌরব লাভ করেন পদ্মাপাড়ের এই কিশোরী।

ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কমশুক্রবার (১৬ মার্চ) একই ইভেন্টে ১২.৪০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক গলায় ঝুলিয়েছেন রাজশাহী বিভাগেরই সনিয়া আক্তার।

১২.৬০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন চট্টগ্রামের তছলিমা।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ১৬ মার্চ, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।