ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

খেলা

দ্রুততম মানবের মুকুট জিতলেন হাসান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
দ্রুততম মানবের মুকুট জিতলেন হাসান ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ যুব গেমেস ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানবের মুকুট জিতেছেন চট্টগ্রাম বিভাগের হাসান মিয়া। দেশসেরা হতে তিনি সময় নিয়েছেন ১১.০৬ সেকেন্ড।

শুক্রবার (১৬ মার্চ) যুব গেমসের সমাপনী দিনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত একই ইভেন্টে ১১.৪০ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতে নেন একই বিভাগের আব্দুল মোতালেব।

ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কমআর ১১.৫০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক গলায় ঝুলিয়েছেন ঢাকা বিভাগের নাদিম মোল্লা।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ১৬ মার্চ, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।