ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

এনা ফেনী মিডিয়া ক্রিকেট কাপের লোগো উন্মোচন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এনা ফেনী মিডিয়া ক্রিকেট কাপের লোগো উন্মোচন  এনা ফেনী মিডিয়া ক্রিকেট কাপের লোগো উন্মোচন-ছবি-বাংলানিউজ

ফেনী:  স্বাধীনতা দিবস উপলক্ষে ‘এনা ফেনী মিডিয়া কাপ-২০১৮’এর লোগো উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (২০ মার্চ) সন্ধ্যায় সেলিম আল দীন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেন ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। 

এসময় মিডিয়া কাপে অংশগ্রহণকারী সাংবাদিকদের ৮টি দলকে লটারির মাধ্যমে ৮টি কো-স্পন্সর প্রতিষ্ঠান বনিটো কমিউনিকেশনকে রাজাঝি রয়েলস, নাভানা ফার্নিচারকে সেনের খিল সিক্সার্স, কহুয়া কিংসকে ডা. হায়দার ক্লিনিক, সালাম নগর এক্সপ্রেসকে জে ওয়ান লুব্রিকেটস,মুহুরী ওয়ারিয়র্সকে হাজী নজির আহম্মদ গ্রুপ, বিলোনিয়া চ্যালেঞ্জার্সকে হোপ ইন্টারন্যাশনাল স্কুল, বিজয় সিংহ রাইডার্সকে গোল্ডেন শিশু পার্ক, শমসের গাজী ফাইটার্সকে রেডিক্স হোটেল এর কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। দলগুলোর সার্বিক সহযোগিতায় থাকবে কো-স্পন্সর প্রতিষ্ঠানগুলো।

 

লোগো উন্মোচন অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীরা ও কো-স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।   

ফেনী মিডিয়া স্পোর্টস ফোরাম প্রথমবারের মতো ফেনীতে এনা মিডিয়া স্বাধীনতা কাপের আয়োজন করেছে। আয়োজক কমিটি জানায়, দেশের বিভিন্ন জেলায় এ ধরনের খেলা পরিচালিত হলেও ফেনীতে এটাই প্রথম। এনা পরিবহনের সার্বিক সহযোগিতায় মিডিয়া কাপ টুর্নামেন্টের ব্যবস্থাপনায় রয়েছে ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘আপন ইভেন্টস’।

আয়োজক কমিটি জানায়, সব বিভেদ ভুলে ফেনীর সাংবাদিকরা খেলার মাঠে এসে এক প্লাটফর্মে সৌহার্দ্য ও সম্প্রীতিতে ফিরে আসবে। সারা বছররের ক্লান্তি ভুলে একদিন খেলার মাঠে মেতে উঠে খুঁজে পাবে বিনোদন।  

আগামী ২৫ মার্চ ফেনী সরকারি পাইলট হাইস্কুল মাঠে খেলা সিক্স সাইট নিয়মে ৬ জন প্লেয়ার, ৬ ওভারে নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরের দিন একই স্থানে জমকালো আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এসময় রয়েছে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য ও শীর্ষ স্থানীয় ছয়টি ব্যান্ড দলের পরিবেশনাসহ বর্ণিল আয়োজন।  

বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এসএইচডি/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।