ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

খাগড়াছড়ি চেঙ্গী ওপেন গলফ টুর্নামেন্ট শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
খাগড়াছড়ি চেঙ্গী ওপেন গলফ টুর্নামেন্ট শুরু খাগড়াছড়ি চেঙ্গী ওপেন গলফ টুর্নামেন্ট শুরু

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সেনানিবাসে চেঙ্গী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শুরু হয়েছে প্রথম চেঙ্গী ওপেন গলফ টুর্নামেন্ট।

সোমবার (২৬ মার্চ) সকালে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

এসময় সামরিক, বেসামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


 
খাগড়াছড়ি রিজিয়ন এ খেলার আয়োজন করে।

বাংলাদেশ প্রফেশনাল গলফ অ্যাসোসিয়েশনের ৪৩জন গলফার এই ওপেন গলফে অংশ নিচ্ছেন।

২৮ মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।