ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

দক্ষিণ এশীয় আর্চারিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
দক্ষিণ এশীয় আর্চারিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ ছবি: সংগৃহীত

৬টি স্বর্ণ পদক জিতে দক্ষিণ এশীয় আর্চারির তৃতীয় আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। বিকেএসপিতে আয়োজিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইভেন্টটিতে বাংলাদেশের আর্চারদের দাপট ছিল চোখে পড়ার মতো।

১০ ইভেন্টের মধ্যে ৬টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ১২টি পদকে নাম্বার ওয়ান পজিশনে থেকে প্রতিযোগিতা শেষ করেছে বাংলাদেশ। প্রতিবেশী দেশ ভারতের অর্জন ৪টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ।

সমান ১২টি পদক হলেও স্বর্ণ জয়ে এগিয়ে স্বাগতিক বাংলাদেশ।

দেশের হয়ে দক্ষিণ এশিয়ান আর্চারিতে প্রথম স্বর্ণ জয়ের গৌরব অর্জন করেন ১৭ বছর বয়সী ইব্রাহিম শেখ রেজওয়ান। তার লক্ষ্য এখন যুব অলিম্পিকে খেলা। রিকার্ভ পুরুষ ইভেন্টের ফাইনালে স্বদেশী রোমান সানাকে ৬-২ সেটে হারিয়ে সেরার আসনে বসেন তিনি। দু’জনই বাংলাদেশের হওয়ায় স্বাগতিকদের স্বর্ণ জয় নিশ্চিতই ছিল। যেখানে নিজের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেন রেজওয়ান।

মেয়েদের কম্পাউন্ড ইভেন্টেও দুই শীর্ষ প্রতিযোগী ছিলেন বাংলাদেশি। সুস্মিতা বণিককে ১৪০-১৩৩ স্কোরে পরাজিত করে শেষ হাসি হাসেন রোকসানা আকতার।

দলগত মিশ্র কম্পাউন্ড বিভাগে ভারতের কুন্দেরু ভেঙ্কাটাদ্রি-ঈশা কেতন জুটিকে ১৫৩-১৪৮ স্কোরে হারিয়ে বাংলাদেশকে আরেকটি সোনার পদক এনে দেন অসীম কুমার দাস ও বন্যা আকতার।

পুরুষদের দলগত কম্পাউন্ড ইভেন্টেও স্বর্ণ পদক লাল-সবুজ জার্সিধারীদের দখলে। একেএম মামুন, অসীম কুমার ও আশিকুজ্জামান মিলে এই অর্জন এনে দেন।

ছেলেদের দলীয় রিকার্ভে রোমান, ইব্রাহিম ও তামিমুল ইসলামকে নিয়ে গড়া দল ৬-২ সেটে ভারতকে হারিয়ে সোনা জিতে নেয়।

এদিকে, মেয়েদের রিকার্ভ এককের ফাইনালে ভারতের হিমানি মালিকের বিপক্ষে হেরে গেলেও রিকার্ভ মিশ্রে রোমান সানাকে নিয়ে ভারতীয় প্রতিযোগিকে হারিয়েই স্বর্ণ জয়ের উচ্ছ্বাসে মাতেন নাসরিন আকতার।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।