ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

পাবনায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
পাবনায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা  পাবনায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা

পাবনা: উৎসব মুখর পরিবেশে প্রথমবারের মতো পাবনায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা কৃষক লীগ সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে এ খেলার আয়োজন করে।

শনিবার (৩১ মার্চ) বিকেলে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার উদ্বোধন করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

বেলা ৩টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত খেলা চলে।

খেলায় চট্টগ্রামের ২৩ জন ও পাবনার ২০ জনসহ মোট ৪৩ জন প্রতিযোগী অংশ নেন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন চট্টগ্রামের জীবন বলী এবং রানারআপ হয়েছেন পাবনার আব্দুল লতিফ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। পরে মনোজ্ঞ লালন সংগীত পরিবেশনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, ‘অলস মস্তিস্ক শয়তানের কারখানা। খেলাধুলা করেই একজন মানুষ সুস্থ ও সৎ থাকতে পারে। প্রকৃত খেলোয়াড়দের মাঝে জঙ্গি হওয়ার বাসনা জাগে না। খেলাধুলা দিয়েই শয়তানের কারখানা ও জঙ্গি আস্তানা ধ্বংস হবে। ’

পাবনা কৃষক লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল আলম বলেন, ‘বিলুপ্ত প্রায় দেশীয় কিছু খেলাধুলাকে বর্তমান প্রজন্মের কাছে পরিচিত করিয়ে দেওয়ার জন্যই পাবনায় ঘোড়দৌড়, লাঠিখেলা ইত্যাদির পাশাপাশি এবারের স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার আয়োজন করা হয়েছে। ’

প্রাক্তন ক্রিকেটার তরুন দাস মদন বলেন, ‘আমরা যে সময় খেলাধুলা করেছি খুব কষ্ট করেছি। এখন বাবা-মারাই বাচ্চাদের খেলতে নিয়ে আসেন। তবে অনেক অভিভাবকের অসচেতনতায় তরুণ সমাজ যারা আগামীদিনের ভবিষৎ তারা অনেকেই নেশা করে ধংস হয়ে যাচ্ছে। আমাদের সবার দায়িত্ব বেশি বেশি করে খেলাধুলার প্রতি তরুণদের সম্পৃক্ত করানো। তবেই আমরা সুন্দর ভবিষৎ পাবো।

আয়োজকরা জানান, ৫০-এর দশকে পাবনায় নিয়মিত কুস্তি খেলা হতো। বলি খেলার অপর নাম কুস্তি খেলা। জব্বারের বলি খেলা দেখতে উপচে পড়া ভিড় জমে বিভিন্ন বয়সী দর্শকদের। জব্বারের বলি পাবনায় আয়োজন করায় আয়োজকদের সাধুবাদ জানান পাবনাবাসী। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা সারাদেশে ছড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন সবাই।

এসময় আরও উপস্থিত ছিলেন- পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, অ্যাডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদার ও স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও কৃষকরীগের নেতারা।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।