ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

সড়ক দুর্ঘটনায় কানাডার ১৪ হকি খেলোয়াড় নিহত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
সড়ক দুর্ঘটনায় কানাডার ১৪ হকি খেলোয়াড় নিহত ছবি: সংগৃহীত

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কানাডার জুনিয়র আইস হকি দলের ১৪ খেলোয়াড় নিহত হয়েছেন। বাসে করে যাওয়ার সময় এক লরির সঙ্গে দলটির বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ খবরটি নিশ্চিত করেছে কানাডার পুলিশ।

শুক্রবার বিকেলে ঘটা এ দুর্ঘটনাটিতে বাসে থাকা খেলোয়াড়দের বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে।

জানা যায়, এ দলটির নাম 'হামবল্ট ব্রঙ্কোস'।

এ প্রসঙ্গে রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ জানিয়েছে, বাসে ছিলেন মোট ২৮ জন। তাদের মধ্যে ১৪ জনই নিহত হয়েছেন এই দুর্ঘটনায়।

জুনিয়র হকি লিগে নিপাউইন হকসের বিপক্ষে প্লে-অফ ম্যাচ খেলতে সাসকাচেয়ান যাচ্ছিল হামবল্ট ব্রঙ্কোস।

দুর্ঘটনায় আহত অন্য ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দুর্ঘটনায় ইতোমধ্যে শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি সবার প্রতি সমবেদনা জানিয়েছেন।

 বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ০৭ এপ্রিল, ২০১৮
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।