ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

কমনওয়েলথ গেমসে রৌপ্য জিতলেন বাকী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
কমনওয়েলথ গেমসে রৌপ্য জিতলেন বাকী ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় চলমান গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমস আসরে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছেন আব্দুল্লাহ হেল বাকী। ১০ মিটার এয়ার রাইফেলে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক জিতে নেন এই ২৮ বছর বয়সী এই দেশসেরা শুটার।

রোববার (৮ এপ্রিল) বেলমন্ট শুটিং সেন্টারে অনুষ্ঠিত ফাইনালে ২৪৪.৭ স্কোর গড়েন বাকী। একই ইভেন্টে স্বর্ণ জয় করেন অস্ট্রেলিয়ার ডেন স্যাম্পসন।

তার স্কোর ২৪৫। ২২৪.১ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জিতেছেন ভাতের রবি কুমার।

কোয়ালিফিকেশন পর্বে ষষ্ঠ হয়ে ফাইনাল রাউন্ডে উঠেছিলেন বাকী। আরেকটু হলেই অস্ট্রেলিয়ান প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে সেরার আসনে বসতে পারতেন।

এদিকে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে বাংলাদেশের কোনো প্রতিযোগী ফাইনালে উঠতে পারেননি। আরদিনা ফেরদৌস নবম ও আরমিন আশা ১৭তম অবস্থানে থেকে কোয়ালিফিকেশন শেষ করেন। ফাইনালে ওঠেন প্রথম আটজন।

প্রসঙ্গত, ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসেও ব্যক্তিগত ইভেন্টে রৌপ্য জিতেছিলেন বাকী। চার বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টে সেটিরই পুনরাবৃত্তি করলেন।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, ৮ এপ্রিল, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।