ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

মাগুরায় সুপ্রভাতের বৈশাখী বাস্কেটবল টুর্নামেন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
মাগুরায় সুপ্রভাতের বৈশাখী বাস্কেটবল টুর্নামেন্ট বাস্কেট বল খেলা

মাগুরা: সুস্থ শরীর, সুন্দর মন ও সুষ্ঠু সমাজের জন্য ক্রীড়া- এ স্লোগান নিয়ে মাগুরা সরকারি কলেজ বাস্কেটবল গ্রাউন্ডে প্রথমবারের মত শুরু হয়েছে সুপ্রভাত বৈশাখী বাস্কেট বল টুর্নামেন্ট ১৪২৫।

রোববার (০৮ এপ্রিল) সকালে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

‘সুপ্রভাত বাংলাদেশ মাগুরা’ নামে শরীর চর্চাভিত্তিক একটি সামাজিক সংগঠন এ টুর্নামেন্টের আয়োজন করে।

টুর্নামেন্টে সুহৃদ, প্রত্যয়, ভাস্বর ও তারুণ্য নামে চারটি দল অংশগ্রহণ করছে।

এ উপলক্ষে সকালে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জাতীয় সংগীতের মাধ্যমে খেলার উদ্বোধন হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি সুনিল সরকার, সহ সভাপতি ফারুক রেজা, আয়ুব হোসেন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন, সহ সাধারণ সম্পাদক রূপক আইচসহ অন্যরা।

রেফারি হিসেবে খেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন রেজাউল ইসলাম। তাকে সহযোগিতা করছেন জামিল সিদ্দিকী ও আলাউদ্দিন আহমেদ।
     
উদ্বোধনী খেলায় ভাস্বর দল সুহৃদ দলকে ৪-১ গোলে পরাজিত করে। বিজয়ী দলের আলমগীর হোসেন একাই ৩টি গোল করেন। কিন্তু পরিচ্ছন্ন ও কৌশলী খেলা উপহার দেয়ার জন্য ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ওই দলেরই অপর গোলদাতা তাপস বিশ্বাস।
বাস্কেটবল খেলাকে মাগুরায় জনপ্রিয় করতে ও বৈশাখ বরণ উপলক্ষে এ খেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।