ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

কুবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
কুবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন কুবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভলিবল মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।

অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামিমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. এমারন কবির চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ড. আবু তাহের।

এ সময় আরো উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সহ-সভাপতি মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, সাধারণ সাধারণ সম্পাদক নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এনএম রবিউল আউয়াল চৌধুরী, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজসহ অন্যান্যরা।

উদ্বোধনী খেলায় ইংরেজী বিভাগ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।