ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

কিশোরগঞ্জে বৈশাখী দৌড় প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
কিশোরগঞ্জে বৈশাখী দৌড় প্রতিযোগিতা কিশোরগঞ্জে বৈশাখী দৌড় প্রতিযোগিতা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বৈশাখী দূরপাল্লার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ এপ্রিল) সকালে এ প্রতিযোগিতার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা প্রশাসন।

জেলা শহরের উত্তর প্রান্তের বড়পুল এলাকা থেকে শুরু হয়ে এ প্রতিযোগিতা গিয়ে শেষ হয় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে।

প্রতিযোগিতায় অংশ নেয় ৮ বালক এবং ২ বালিকা।

জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজের নেতৃত্বে খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন আব্দুল্লাহ, জিএম ইয়াহিয়া, পান্না দত্ত এবং রিপেল হাসান।

এ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মানিকখালীর মোস্তাফিজুর রহমান, দ্বিতীয় হয়েছেন লিয়ন মিয়া এবং তৃতীয় হয়েছেন ফিরোজ মিয়া।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার আক্তার জামীল।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।