ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

ইবির আন্তঃবিভাগ ফুটবল চ্যাম্পিয়ন ইংরেজি বিভাগ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
ইবির আন্তঃবিভাগ ফুটবল চ্যাম্পিয়ন ইংরেজি বিভাগ চ্যাম্পিয়ন ইংরেজি বিভাগ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবির) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে লোকপ্রশাসন বিভাগকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইংরেজি বিভাগ।

বুধবার (১০ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে আন্তঃবিভাগ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী চ্যাম্পিয়ন ও রানার্স আপ বিভাগের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহ্বায়ক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহার সভাপতিত্বে ক্রীড়া বিভাগের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাবলার পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।  

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পড়াশোনায় দুর্দান্ত প্রতাপে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যা দেশের মধ্যে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানে সরকার প্রধানের মুখেও উচ্চারিত হচ্ছে। আমরা যার যার অবস্থান থেকে কাজ করলে এ বিশ্ববিদ্যালয়টি এক সময় কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম, আইআইআর-এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এইচ এম আক্তারুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।