ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

স্থগিত হলো হকির নির্বাচন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৯
স্থগিত হলো হকির নির্বাচন ...

হকি ফেডারেশনের নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে। যেখানে আগামী ৮ এপ্রিল নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার (৪ এপ্রিল) হাইকোর্টের ডিভিশন নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার অবশ্য হকি ফেডারেশনের নির্বাচনের মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল।

প্রথম বিভাগ লিগের ক্লাব শিশু কিশোর সংঘ সংগঠনের মোহাম্মদ সিকান্দার এই নির্বাচনের কাউন্সিলর প্রার্থী তারেক আহমেদ আদেলের ভোটার হওয়ার বৈধতা নিয়ে আদালতে মামলা করেছিলেন।

যার ফলে হাইকোর্টের ডিভিশন নির্বাচনটি স্থগিতের সিদ্ধান্ত দেয়।

এদিকে জানা যায়, হকি ফেডারেশনের নির্বাচন হাইকোর্ট ডিভিশন স্থগিত করলেও ব্যাপারটির সমাধানে জাতীয় ক্রীড়া পরিষদ উচ্চ আদালতে আইনী পদক্ষেপ গ্রহণ করবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ০৪ এপ্রিল, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।