ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

জবিতে সপ্তম অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু 

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
জবিতে সপ্তম অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু 

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সপ্তম অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হয়েছে। 

মঙ্গলবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলা মাঠে উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

ক্রীড়া উপ-কমিটি (অ্যাথলেটিক্স, সাঁতার ও ওয়াটারপ্লো) এ প্রতিযোগিতার আয়োজন করে।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েকশ’ শিক্ষার্থী অংশ নিচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। মাদক ও অন্যান্য সামাজিক সমস্যা প্রতিরোধে খেলাধুলা বিশেষ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।  
 
বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহা. আলী নূর এবং জবির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার।  
এসময় আরো উপস্থিত ছিলেন- জবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মাদ, সহকারী প্রক্টর ড. মোস্তফা কামালসহ শিক্ষক-শিক্ষিকা এবং অংশগ্রহণকারী প্রতিযোগিরা।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
কেডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।