ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

ব্যাডমিন্টনে যবিপ্রবিকে হারিয়ে চ্যাম্পিয়ন ইবি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
ব্যাডমিন্টনে যবিপ্রবিকে হারিয়ে চ্যাম্পিয়ন ইবি

ইবি: বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০১৯ ব্যাডমিন্টন ইভেন্টে মেয়ে (একক) ক্যাটাগরিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (যবিপ্রবি) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১২টায় মেয়েদের একক ব্যাডমিন্টনের ফাইনালে ইবি ও যবিপ্রবি মুখোমুখি হয়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মাঠে অনুষ্ঠিত খেলায় ইবির প্রতিনিধিত্ব করেন তমা এবং যবিপ্রবির প্রতিনিধিত্ব করেন ক্যামেলিয়া।

জানা যায়, খেলায় পয়েন্ট যখন ইবি ১৬ এবং যবিপ্রবি তখন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যামেলিয়া খেলার মধ্যে পড়ে গিয়ে পায়ে আঘাত পান। কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খেলায় হার স্বীকার করে নিয়ে খেলায় ওয়াক ওভার দিয়ে দেয়।  

এতে ইসলামি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।