ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

সৈয়দপুরে বসুন্ধরার কাবাডি প্রতিযোগিতা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
সৈয়দপুরে বসুন্ধরার কাবাডি প্রতিযোগিতা শুরু ছবি: বাংলানিউজ

নীলফামারী: বসুন্ধরা কিংস-পুলিশ সুপার কাপ কাবাডি মেগা টুর্নামেন্ট প্রথম পর্বের ( হোম অ্যান্ড অ্যাওয়ে) খেলা নীলফামারীর সৈয়দপুরে শুরু হয়েছে। 

শনিবার সন্ধ্যায় (১৩ এপ্রিল) স্থানীয় ফাইভ স্টার মাঠে খেলার উদ্বোধন করেন বসুন্ধরা কিংস সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সৈয়দপুর ও কিশোরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সরকারি কৌশলী রমেন্দ্র বর্ধন বাপ্পী, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা।

জেলা পুলিশ নীলফামারী এই প্রতিযোগিতার আয়োজন করে। পৃষ্ঠপোষকতায় রয়েছে বসুন্ধরা কিংস।
প্রথম পর্বে অংশ নেয় সৈয়দপুর, জলঢাকা ও ডোমার থানা দল।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।