ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

ওমানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
ওমানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ বাংলাদেশ হকি দল

অনূর্ধ্ব ২১ টেস্ট হকি সিরিজের চতুর্থ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। ওমানকে ৪-১ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলার যুবাবা। 

প্রতিটি ম্যাচেই বাংলাদেশের অধিনায়ক পরিবর্তন করা হয়। সেই ধারাবাহিকতায় এদিন বাংলাদেশের অধিনায়কত্ব দায়িত্ব করেন সোহানুর রহমান সবুজ।

শনিবার (১২ অক্টোবর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে স্বাগতিকরা।  ম্যাচের দ্বিতীয় মিনিটেই মাহবুব হোসেনের ফিল্ড গোলে লিড নেয় বাংলাদেশ। ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল ইসলাম।

দ্বিতীয় কোয়ার্টারে কোন দলই গোলের দেখা পায় নি। তৃতীয় কোয়ার্টারে আশরাফুল ইসলাম আহত হয়ে মাঠ ছাড়েন। তার ৪০ ও ৪৩ মিনিটে পরপর দুটি পেনাল্টি কর্ণার থেকে দুই গোল করে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেন অধিনায়ক সোহানুর রহমান সবুজ। ৫৮ মিনিটে রাশেদ আল ফাজারির পেনাল্টি কর্ণার থেকে ওমানের হয়ে একমাত্র গোলটি করেন।  

আগামী মঙ্গলবার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওমান।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।