ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

ফেনী ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
ফেনী ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন  চ্যাম্পিয়ন দল। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনী ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে ১-০ গোলে ১৮ তম ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ৮ম, ৯ম ও ১০ম ব্যাচ। দলের পক্ষে জয় সূচক গোলটি করেন জহির উদ্দিন বাবর রবিন।

বৃহস্পতিবার (১৭ আক্টোবর) বিকেলে ফেনী পুলিশ লাইন মাঠে খেলার শুরু থেকেই বেশ কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করে দু’দল। কিন্তু খেলার প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি দু’দল।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য আরও মরিয়া হয়ে উঠে উভয় দল।

দ্বিতীয়ার্ধে ১২ মিনিটে রবিনের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ৮ম, ৯ম ও ১০ম ব্যাচ। খেলার শেষ দিকে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষের গোলরক্ষক ফাহাদের দারুণ দক্ষতায় গোল বঞ্চিত হয় ১৮তম ব্যাচ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের নবীনতম ব্যাচকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মুজিবুর রহমানের শিষ্যরা। একমাত্র গোলটি করে ম্যাচ সেরা হয়েছেন ১০ম ব্যাচের জহির উদ্দিন বাবর রবিন। এছাড়া সেরা গোল কিপার ফাহাদ ও টুর্নামেন্ট সেরা হয়েছেন মেজবাহ।

খেলা শেষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের নির্বাহী কমিটির সদস্য সচিব ডা. এ এস এম তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও একাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী মনিরুল আলম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।