ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

খেলা

পাঁচবিবিতে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
পাঁচবিবিতে মিনি ম্যারাথন অনুষ্ঠিত মিনি ম্যারাথন দৌড়

জয়পুরহাট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।  

উপজেলা প্রশাসনের আয়োজনে ও পাঁচবিবি পৌরসভার সার্বিক সহযোগিতায় সোমবার (২২ মার্চ) ভোরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. বরমান হোসেন।  
 
ম্যারাথন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, বিশেষ অতিথি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এম আশিক রেজা, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান।  

ম্যারাথনে শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।