ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

খেলা

সবকিছুতেই মজা পাচ্ছেন সাকিব!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
সবকিছুতেই মজা পাচ্ছেন সাকিব!

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাটে-বলে দেশের জন্য লড়ে মজা দেন কোটি ভক্তকে। দেশ-বিদেশের ভক্ত-সমর্থকরাও তুমুল আনন্দ ও মজা পান সাকিবের খেলায়।

এবার নিজেই মাতলেন একটু অন্য রকম মজায়।

সম্প্রতি ফেসবুকে একটি ছবি আপলোড করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। যেখানে খুব মজা করে তাকে বার্গার খেতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ইদানীং যা-ই খাচ্ছি সবই মজা লাগছে! কেনো বলুন তো?!’

প্রশ্ন ছুড়ে দিয়েছেন ভক্তদের উদ্দেশ্যে! তবে কি তৃতীয়বার বাবা হওয়ার পরে সাকিবের খাওয়া-দাওয়ার রুচি বেড়ে গেছে? বিষয়টি নিয়ে সাকিব ভক্তকুলের মধ্যে কৌতুহলের শেষ নেই।  

সাকিব কেন এই ছবি পোস্ট করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, সেটা নিয়ে যদিও তিনি কোনো কিছু খোলাসা করেননি। এ সম্পর্কে জানতে সাকিবের মোবাইলে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোনটি ধরেননি।  

ফিরতি এসএমএসে জানিয়েছেন, সময় হলে সব জানাবেন। এবং ফেসবুকে চোখ রাখতে বলেছেন।  

কিন্তু ভক্তদের যেন তর সইছে না। তারা নিজেরা সাকিবের পেজে গিয়ে অনুমাননির্ভর নানা মন্তব্য করছেন। যারা যারা কমেন্ট করেছেন, তাদের প্রত্যুত্তরে কিছুই জানাচ্ছেন না সাকিব!    

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।