ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু কাবাডি: পোল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের শুভসূচনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
বঙ্গবন্ধু কাবাডি: পোল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের শুভসূচনা ছবি: শোয়েব মিথুন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে পোল্যান্ডকে উড়িয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ।

রোববার (২৮ মার্চ) পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় পোল্যান্ডকে ৩টি লোনাসহ ৪০-২২ পয়েন্টে হারিয়েছে স্বাগতিকরা।

 

প্রথমার্ধে একটি লোনাসহ ২০-১১ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয়ার্ধেও একই ব্যবধান নিয়ে জয় ছিনিয়ে নেন আরদুজ্জামান-তুহিনরা।

আগামী শনিবার লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হওয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাঁচ দল। বাকি তিন দল- নেপাল, কেনিয়া ও শ্রীলঙ্কা।  

এর আগে একইদিন বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।  

এ সময় ফেডারেশনের সহ-সভাপতি ও জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম আজাদ, হাফিজুর রহমান খান, শাহীন আহমেদ ও ইয়াসির আহমেদ খান এবং ফেডারেশনের যুগ্ম সম্পাদক, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।