ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের মশাল জ্বালালেন সেনাপ্রধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের মশাল জ্বালালেন সেনাপ্রধান

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের মশাল প্রজ্বলন করলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। পরে মাশলটি ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

এবারই প্রথম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়ায় বড় কোনো ক্রীড়া ভিত্তিক আসরের আনুষ্ঠনিকতা সম্পন্ন হলো।  

বুধবার (৩১ মার্চ) সকাল ১১টায় টুঙ্গিপাড়া হেলিপ্যাডে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের মশাল প্রজ্বলন করে আনুষ্ঠানিকতা শুরু করেন বিওএ-এর সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এরপর বেলুন উড়িয়ে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইলিয়াস হোসেন ও জাতীয় ভলিবল দলের সাবেক খেলোয়াড় জেসমিন খান পপির হাতে মশাল তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু নবম গেমসের যাত্রা শুরু করেন তিনি।  

বিভিন্ন স্থানে ১০টি ভাগে ভাগ হয়ে মশাল বহন করেন ২০ জন সাবেক কৃতি ক্রীড়াবিদ। মশালটি টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে মাওয়া ফেরিঘাট হয়ে প্রথমে যাবে বিওএ-র কার্যালয়ে। সেখান থেকে গেমসের প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেওয়া হবে বলে জানা গেছে। এ মশাল বহনে অংশীদার হতে পেরে আনন্দিত সাবেক খেলোয়াড়রা।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য ও বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস-২০২০-এর টুঙ্গিপাড়া কর্মসূচির কো-অর্ডিনেটর এম বি সাইফ বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ গেমসের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধুর নামে। গত বছর করোনার কারণে এ গেমসটি করা সম্ভব হয়নি। তাই ২০২১ সালে এ গেমসটি অনুষ্ঠিত হচ্ছে। আর বঙ্গবন্ধু জন্মস্থান টুঙ্গিপাড়া থেকে গেমসটির কার্যক্রম শুরু হওয়ায় আমরা আনন্দিত।  

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস-২০২০ এর সাংগঠনিক কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের পাশ থেকে মশাল প্রজ্বলনের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর নামের গেমসটির শুভ সূচনা করতে পারায় খুব ভালো লাগছে। এ ভালো লাগার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।

তিনি আরও জানান, করোনা মহামারির প্রকোপের বিষয়টি মাথায় রেখে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস-২০২০ খোলোয়াড়দের কোভিড টেস্টসহ নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।  

এ গেমস দেশের সাতটি জেলার ২৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এতে ৩১ ডিসিপ্লিনের ৫ হাজার ৩শ’ ক্রীড়াবিদ ১ হাজার ২৭১টি পদকের জন্য লড়বেন। এর মধ্যে স্বর্ণ ও রৌপ্য পদক রয়েছে ৩৭৮টি।  

এর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। পরে তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।