ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

পুরুষ ম্যারাথনে তিন পদকই সেনাবাহিনীর

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
পুরুষ ম্যারাথনে তিন পদকই সেনাবাহিনীর ছবি: শোয়েব মিথুন

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস-২০২০ এ অ্যাথলেটিকসের পুরুষ ম্যারাথনে তিন পদকই জিতে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অন্যদিকে পুরুষ হ্যামার থ্রোতে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর মো. মাহফুজ হাসান।

শুক্রবার পুরুষ ম্যারাথনে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. ফরিদ মিয়া। তিনি সময় নিয়েছেন ২ ঘন্টা ৪৬ মিনিট ৩৮ সেকেন্ড। ২ ঘন্টা ৪৬ মিনিট ৪০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন ফিরোজ খান। ব্রোঞ্জ পদকজয়ী সেনাবাহিনীর আরেক অ্যাথলেট কামরুল ইসলাম সময় নিয়েছেন ২ ঘন্টা ৫৭ মিনিট ৫০ সেকেন্ড।

বাংলাদেশ নৌবাহিনীর মো. মাহফুজ হাসান ৫০ দশমিক ৮৫ মিটার দূরত্বে হ্যামার ফেলে প্রথম হন। রৌপ্য পদক জেতা বাংলাদেশ সেনাবাহিনীর মো. শফিকুল ইসলাম ৪৮ দশমিক ৭৪ মিটার দূরত্বে হ্যামার ফেলেছেন। সেনাবাহিনীর মো. জুয়েল ইসলাম ৪৪ দশমিক ২৯ মিটার দূরত্বে হ্যামার নিক্ষেপ করে ব্রোঞ্জ পদক অর্জন করেন।

দীর্ঘ অপেক্ষা শেষে দেশের ২৯টি ভেন্যুতে ৫ হাজার ৩০০ অ্যাথলেট নিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। আগামী ১০ এপ্রিল আসরের পর্দা নামবে।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।