ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

বডিবিল্ডিং ইভেন্টের উদ্বোধনী দিনে স্বর্ণ জিতলেন যারা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
বডিবিল্ডিং ইভেন্টের উদ্বোধনী দিনে স্বর্ণ জিতলেন যারা ছবি: শোয়েব মিথুন

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে বডি বিল্ডিংয়ের উদ্বোধনী দিনে পাঁচ ক্যাটাগরির ১৫ পদকের নিষ্পত্তি হয়েছে।

১. মেনস  জুনিয়র ওপেন ক্যাটাগরিতে সোনা জিতেছেন নিউ গোল্ড জিম হেল্থ এন্ড ফিটনেস সেন্টারের মুশরাফি সাহিল।

রুপা জিতেছেন গ্যালাক্সি জিমের মো. রেদোয়ান । ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ বডিবিল্ডংয়ের হযরত আলী অনিক।

ছবি: শোয়েব মিথুন

২. মেনস মাস্টার ওপেন ক্যাটাগরিতে সোনা জিতেছেন বাংলাদেশ আনসারের আবু সাইদ মোল্লা। রুপা জিতেছেন চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার শাহেদ আলী। ব্রোঞ্জ জিতেছেন ফিউচার ফিটনেস হেল্থ ক্লাবের জাকির হোসেন খান সজিব।

ছবি: শোয়েব মিথুন

৩. মেনস ফিজিক ১৬৬ সে. মি. দৈহিক উচ্চতায় সোনা জিতেছেন বাংলাদেশ আনসারের মো. রবিউল ইসলাম। রুপা জিতেছেন শাকিল বডিবিল্ডিং ক্লাবের সাজ্জাদ হোসেন। ব্রোঞ্জ জিতেছেন সিলেট আইরন ওয়ারিয়র জিমের আবু বক্কর।

ছবি: শোয়েব মিথুন

৪. মেনস ফিজিক ১৭০ সে. মি. দৈহিক উচ্চতায় সোনা জিতেছেন গোল্ডেন জিমের সুমন খান। রুপা জিতেছেন বাংলাদেশ আনসারের শাকের উদ্দিন শাওন। ব্রোঞ্জ জিতেছেন গ্যালাক্সি জিমের মাহমুদুর রহমান।  

৫. মেনস ফিজিক ১৭৩ সে. মি. দৈহিক উচ্চতা বিভাগে সোনা জিতেছেন বাংলাদেশ আনসারের এমরুল ইসলাম হৃদয়। রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সুজন আলী। ব্রোঞ্জ জেতেন রাজশাহী বডি কিং মাল্টি জিমের মো. আকাশ।  

ছবি: শোয়েব মিথুন

এর আগে শুক্রবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে (নতুন ভবন) বডিবিল্ডিংয়ের উদ্বোধন করা হয়। বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক মিষ্টার বাংলাদেশ নজরুল ইসলাম বেলুন উড়িয়ে ইভেন্টের উদ্বোধন করেন। এ সময়  ফেডারেশনের মিডিয়া কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খান নাইমসহ ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।