ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ছবি: শোয়েব মিথুন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।  

শুক্রবার (০২ এপ্রিল) পল্টন ময়দান সংলগ্ন ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ৩৪-২৮ পয়েন্টে হারিয়েছে কেনিয়াকে।

 

ছবি: শোয়েব মিথুন

প্রথমার্ধে তেমন সুবিধা করতে পারেনি স্বাগতিকদের। ১৮-১০ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় কেনিয়া। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্রুত সমতায় ফেরে তারা। তারপর পয়েন্ট ব্যবধানেও এগিয়ে যায় বাংলাদেশ। নির্ধারিত সময় শেষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতীয় খেলা কাবাডিতে শিরোপাও নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের।  

ছবি: শোয়েব মিথুন

এর আগে লিগ পর্বে পোল্যান্ড, কেনিয়া, শ্রীলংকা ও নেপালকে হারিয়ে সরাসরি ফাইনালের টিকেটা কাটে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।