ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

সাঁতারে প্রথম দিনে ৩ রেকর্ড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
সাঁতারে প্রথম দিনে ৩ রেকর্ড

সেনাবাহিনীর জুয়েল আহমেদের পর সাঁতারের প্রথম দিনে রেকর্ড গড়লেন নৌবাহিনীর দুই সাঁতারু মাহমুদুন্নবী নাহিদ ও সোনিয়া খাতুন।

ছেলেদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে নাহিদ ৫৬.৭১ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন।

৫৬.৮২ সেকেন্ডের পুরনো রেকর্ড ছিল নৌবাহিনীর এ সাঁতারুরই, ২০১৯ সালের জাতীয় চ্যাম্পিয়নশিপে গড়া।

নারীদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে রেকর্ড গড়তে সোনিয়া খাতুন সময় নিয়েছেন ১ মিনিট ৭.১২ সেকেন্ড । ২০১৯ সালে গড়া আগের রেকর্ড ছিল নৌবাহিনীর আরেক সাঁতারু সোনিয়া আক্তার টুম্পার, ১ মিনিট ৮.৯৫ সেকেন্ডর। রেকর্ড গড়ে সোনা জয়ের পথে নৌবাহিনী সতীর্থ সোনিয়া আক্তার টুম্পাকেই হারান সোনিয়া খাতুন।

নিজের পুরনো রেকর্ড ১ মিনিট ৮.৯৫ সেকেন্ডের রেকর্ডের চেয়ে ভালো টাইমিং করলেও রুপার পদকেই সান্ত্বনা খুঁজতে হয়েছে সোনিয়া আক্তার টুম্পাকে। শনিবার ১০০ মিটার বাটারফ্লাইয়ে এ সাঁতারুর টাইমিং ছিল ১ মিনিট ৮.৫১ সেকেন্ড।

তার আগে দিনের প্রথম রেকর্ড গড়েন সেনাবাহিনীর জুয়েল আহমেদ। ২০০ মিটার ব্যাকস্ট্রোকে ২০১৯ সালে নিজের গড়া ২ মিনিট ১৬.১৩ সেকেন্ডের রেকর্ড ভাঙতে তার সময় লেগেছে ২ মিনিট ১৬.১২ সেকেন্ড।

রেকর্ড গড়ার পর মাহমুদুন্নবী নাহিদ বলেন, ‘এ ইভেন্টে রেকর্ড হবে এমনটা প্রত্যাশা করিনি। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিলনা, এ কারণে আমার প্রস্তুতিতেও প্রত্যাশিত ছিল না। তারপরও রেকর্ড হয়েছে এ জন্য ভালো লাগছে। ’

সোনিয়া খাতুন বলেছেন, ‘দেশের পরিস্থিতির কারনে এবার প্রস্ততির জন্য সময় ছিল স্বল্প। হাতে থাকা সময়গুলো সঠিকভাবে কাজে লাগিয়েছেন আমাদের কোচরা। স্বল্প সময়ের প্রস্তুতিতে ভালো করার জন্য সম্ভাব্য সবকিছু করেছে আমার সংস্থার কর্মকর্তারা। ’

রেকর্ডের পর জুয়েল আহমেদ বলেছেন, ‘আমার কাছে রেকর্ডের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল সোনার পদক। শুরুটা ভালো হয়েছে। আশা করছি, বাকি ইভেন্টগুলোতে ভাল করবো। ’ কুষ্টিয়া থেকে উঠে আসা এ সাঁতারু আরো বলেন, ‘বঙ্গবন্ধুর নামে আয়োজিত হচ্ছে এ গেমস। বিশেষ এ আয়োজনে নিজের প্রথম ইভেন্টে রেকর্ড গড়তে পারাটা ছিল তৃপ্তির। ’

রেকর্ড গড়ার পরও নিজের টাইমিংয়ে অবশ্য পরোপুরি সন্তুষ্ট নন জুয়েল আহমেদ, ‘করোনা পরিস্থিতির কারণে প্রস্তুতি বিঘ্নিত হয়েছে। নইলে টাইমিংটা আরোও ভালো হতে পারতো। ’ যোগ করেন, ‘বিরূপ পরিস্থিতিতেও আমার সংস্থা বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সহায়তা করেছে। এ জন্য আমি কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।