ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

স্কেটিংয়ে ১২টি ইভেন্টেই স্বর্ণ জিতে সেরা বাংলাদেশ আনসার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
স্কেটিংয়ে ১২টি ইভেন্টেই স্বর্ণ জিতে সেরা বাংলাদেশ আনসার

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে সোমবার (০৫ এপ্রিল) থেকে শুরু  হলো রোলার স্কেটিং, রোপ স্কিপিং ও রোলবল প্রতিযোগিতা। যেখানে স্কেটিংয়ে অংশ নিয়েছেন ২০০ প্রতিযোগি, স্কিপিংয়ে ১০০ প্রতিযোগি এবং রোলবলে ৪০০ জন।

স্কেটিংয়ে ১২ টি ইভেন্টের প্রতিটিতে স্বর্ণ জিতে বাংলাদেশ আনসার সেরা হয়।


নিচে ফলাফল দেওয়া হলো:
৫০০ মিটার স্প্রিন্ট পুরুষ 
স্বর্ণ - শরিফুল ইসলাম, আনসার।
রৌপ্য- জুবায়ের, স্পিড স্কেটিং।
ব্রোঞ্জ- মারুফ, স্পিড স্কেটিং।

৫০০ মিটার স্প্রিন্ট নারী 
স্বর্ণ- বৃষ্টি, আনসার।
রৌপ্য - জিদনী, শেখ কামাল স্কেটিং।
ব্রোঞ্জ- শ্রেয়া, আনসার।

৩০০০ মিটার রেস পুরুষ
স্বর্ণ- মারুফ, আনসার।
রৌপ্য - হৃদয় হোসেন, আনসার।
ব্রোঞ্জ- মুকুট মিয়া, আজাদ স্কেটিং।

৩০০ মিটার স্প্রিন্ট রেস পুরুষ :
স্বর্ণ- তারিকুল ইসলাম, আনসার।
রৌপ্য- স্মিথ সেবিও গোমেজ, উত্তরা ফ্রেন্ডস ক্লাব।
ব্রোঞ্জ- হৃদয় হোসেন, আনসার।

৩০০ মিটার স্প্রিন্ট রেস নারী :
স্বর্ণ - রাইসা, আনসার।
রৌপ্য - নাসিবা, আনসার।
ব্রোঞ্জ- বৈশাখী, উত্তরা ফ্রেন্ডস ক্লাব।

৩০০০ মিটার রেস নারী :
স্বর্ণ - নওশীন তাবাস্সুম, আনসার।
রৌপ্য- নাসিবা মাহমুদ, আনসার।
ব্রোঞ্জ- ইলমা মনি, শেখ কামাল স্কেটিং।

৫০০০ মিটার  রীলে পুরুষ :
স্বর্ণ - আনসার (সোহাগ, মনির, আরিফ, সাগর)।
রৌপ্য - মিরপুর স্কেটিং ক্লাব (ওয়ালিউর, হাকিম, আবরার, কামাল)।
ব্রোঞ্জ- গুলশান স্কেটিং ক্লাব (রাকিব, শাহিন, নিজাম, সাকিব )।

৫০০০ মিটার  রীলে নারী :
স্বর্ণ - আনসার (তুবা, ইনুকা, সুলিষ্মা, শ্রেয়া)।
রৌপ্য- আনসার (রুশা, রাইসা, হিয়া, লাবিবা)।
ব্রোঞ্জ- শেখ কামাল স্কেটিং ক্লাব (লামিয়া, তুলি, জয়ীতা, ফারজানা)।

৫০০০ মিটার  পয়েন্ট টু পয়েন্ট পুরুষ :
স্বর্ণ - মো: হাসান, ২৫ পয়েন্ট, আনসার।
রৌপ্য- আ: রব, ১৫ পয়েন্ট, লেজার স্কেটিং।
ব্রোঞ্জ- সাগর, ১০ পয়েন্ট, লেজার স্কেটিং।

৫০০০ মিটার  পয়েন্ট টু পয়েন্ট নারী :
স্বর্ণ - সুলিষ্মা, ২৫ পয়েন্ট, আনসার।
রৌপ্য - বৃষ্টি, ১৩ পয়েন্ট, আনসার।
ব্রোঞ্জ- তাসফিয়া, ১২ পয়েন্ট, আনসার।

১০০০০ মিটার  রোড রেস পুরুষ :
স্বর্ণ - মেহেদী হাসান, আনসার।
রৌপ্য - আ: রব, আনসার।
ব্রোঞ্জ- সোহাগ  সিকদার, আনসার।

৫০০০ মিটার  রোড রেস নারী :
স্বর্ণ - জান্নাত জেবিন হিয়া, আনসার।
রৌপ্য - সুয়ানা, লেজার স্কেটিং।
ব্রোঞ্জ- সুরাইয়া আক্তার, আনসার।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।