ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

টিটিতে আনসারের আরো ২ স্বর্ণ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
টিটিতে আনসারের আরো ২ স্বর্ণ

শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে মিশ্র দ্বৈত বিভাগে বাংলাদেশ আনসার স্বর্ণ জিতেছে। সোনাম সুলতানা সোমা ও জাভেদের জুটি ৩-২ গেমে বাংলাদেশ সেনাবাহিনীর রিফাত মাহমুদ সাব্বির এবং নওরীন সুলতানা মাহীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।

মিশ্র দ্বৈতে রৌপ্য জেতে বাংলাদেশ সেনাবাহিনী। এই ইভেন্টে ব্রোঞ্জ বাংলাদেশ পুলিশ ও আনসারের।

পুরুষ দ্বৈত ইভেন্টেও স্বর্ণ বাংলাদেশ আনসারের। মুফরাতুল হামজা সজীব ও ইমরান হোসেন হৃদয় জুটি ৩-২ গেমে হাসিবুর রহমান ও রিফাত মাহমুদ সাব্বিরকে হারায়। মিশ্র দ্বৈতের মতো পুরুষ দ্বৈতেও রৌপ্য বাংলাদেশ সেনাবাহিনীর। এই ইভেন্টের ব্রোঞ্জ বাংলাদেশ পুলিশ ও আনসারের।

এই দুই ইভেন্টে পদকজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আসাদুজ্জামান কোহিনূর ও টেবিল টেনিস ফেডারেশনের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।