ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

নারী হ্যান্ডবলের স্বর্ণ আনসারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২১
নারী হ্যান্ডবলের স্বর্ণ আনসারের ছবি: শোয়েব মিথুন

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের নারী হ্যান্ডবলে স্বর্ণ জিতেছে বাংলাদেশ আনসার।  

বৃহস্পতিবার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ আনসার ৪২-২০ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়ে স্বর্ণ জিতে নেয় ।

প্রথমার্ধ শেষে ২২-৭ গোলে এগিয়ে ছিলো ২০১৩ বাংলাদেশ গেমসের স্বর্ণজয়ীরা।  

আনসারের খাদিজা আক্তার সর্বোচ্চ ৮ গোল করেন। পুলিশের ২০ গোলের মধ্যে রুবিনা বেগম একাই করেন ১০ গোল।

আসরে ব্রোঞ্জ জিতেছে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা। একই ভেন্যুতে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে নওগাঁ ২৬-১৬ গোলে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেয়।

ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পদক তুলে দেন বিওএ (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন) সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।  

শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমাদের প্রত্যেকটা গেমস খুবই সুন্দরভাবে শেষ হচ্ছে। কোন প্রকার দূর্ঘটনা ছাড়া এতো বড় একটা গেম, এতো বড় একটা জজ্ঞ আল্লাহর বিশেষ রহমত ছাড়া শেষ করা সম্ভব হতো না। আমাদের অলিম্পিকের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা সব জায়গায় ছুটে গিয়ে যেভাবে অনুপ্রেরণা জুগিয়েছেন। আমাদের মেডিকেল কমিটি স্বাস্থ্যবিধি মেনে গেম আয়োজনে সহযোগিতা করেছে। এজন্য আমি তাদের ধন্যবাদ দিতে চাই। ’

গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি মিডিয়াকে ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া যেভাবে গেমসটাকে সারা দেশে ছড়িয়ে দিয়েছে, এটাই আমাদের মূখ্য উদ্দেশ্য ছিলে। আমরা সে জায়গটাতে সফল হয়েছি। আমরা ফেডারেশনগুলোর সঙ্গে কথা বলে গাড়ি করে খেলোয়াড়দের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছি। যে গাড়িতে খেলোয়াড়দের পাঠানো হয়েছে সে গাড়ির নাম্বার আমরা পুলিশ কন্ট্রোল বোর্ডে দিয়ে দিয়েছি। আমার মনে হয় এই লকডাউনের মধ্যেও কারো বাড়ি ফিরতে কোনো সমস্যা হবে না। ’

আনসারের কোচ নাসিরউল্লাহ লাভলু বলেন, ‘নারী হ্যান্ডবলে আনসার বরাবরই ভালো। আমরা নিশ্চিত ছিলাম আমরাই সোনা পাব। কারণ আমার দলে তরুণ কিছু খেলোয়াড় ছিল, যারা আমাকে এই আত্মবিশ্বাস দিয়েছে। প্রতিটি আসরের আগে আমরা দুই থেকে তিন মাসের প্রস্তুতি নিই। কিন্তু করোনার কারণে এবার সেটা সম্ভব হয়নি। তারপরেও আমরা বলবো অন্যদের চেয়ে আমরা ভালো প্রস্তুতি নিয়ে খেলতে এসেছি। ’

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।