ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

আর্চারের আইপিএল শেষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
আর্চারের আইপিএল শেষ জোফরা আর্চার/ছবি: সংগৃহীত

মাঠের বাজে পারফরম্যান্স তো আছেই। মাঠের বাইরে থেকেও একের পর এক দুঃসংবাদ পাচ্ছে রাজস্থান রয়্যালস।

বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোনের পর এবার ছিটকে গেছেন দলটির মূল বোলিং ভরসা জোফরা আর্চারও।

আইপিএলের চলতি আসরে রাজস্থানের সঙ্গে যোগ দিতে পারবেন না আর্চার। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডে (ইসিবি)। আঙুলের সার্জারির পর ইংল্যান্ডেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন এই ডানহাতি পেসার।  

এর আগে আঙুলের ইনজুরির কারণে পুরো আসর থেকে ছিটকে গেছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। জৈব সুরক্ষা বলয়ে অতিষ্ঠ হয়ে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে গেছেন ইংলিশ ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোনও।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।