ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম (ভিডিও)

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। বুধবার (১ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন দেশসেরা এ ওপেনার।

হাঁটুর ইনজুরিতে পড়ে দীর্ঘদিন ধরেই মাঠে নামা হচ্ছে না তামিমের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজেও দেখা যাবে না তাকে। তবে বিশ্বকাপে না খেলার প্রধান কারণ হিসেবে ইনজুরিকে নয় বরং নতুনদের সুযোগ দেয়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন বাঁহাতি এ ওপেনার।  

ফেসবুকে দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন, 'কিছুক্ষণ আগে আমাদের বোর্ড সভাপতি পাপন ভাই, আমাদের প্রধান নির্বাচক নান্নু ভাইকে আমি ফোন করেছিলাম। ফোন করে তাদের সঙ্গে কিছু জিনিস আমি শেয়ার করেছি। যেটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমি তাদের বলেছি যে আমার মনে হয় না যে আমার বিশ্বকাপ দলে থাকা উচিত। '

হঠাৎ করেই এমন সিদ্ধান্ত নেয়ার কারণ হিসেবে তামিম ইকবাল বলেন ‘প্রথমত, আমি বেশ কয়েকদিন ধরে দলের সঙ্গে খেলছি না। দ্বিতীয়ত ইনজুরি। যদিও এটি অত বড় সমস্যা না। কারণ বিশ্বকাপের আগেই এটি হয়তো ঠিক হয়ে যাবে। সবচেয়ে বড় কারণ হচ্ছে, যেহেতু আমি দলের সঙ্গে প্রায় ১৫-১৬টি টি-টোয়েন্টি খেলিনি। এতদিন যারা আমার জায়গায় খেলেছিল তাদের কাছে বিষয়টি ফেয়ার হবে না, যদি আমি হঠাৎ করে এসে ওদের জায়গাটা নিয়ে নি। ’

সর্বশেষ ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন তামিম ইকবাল। এরপর প্রায় ১৭ মাস কেটে গেলেও বাংলাদেশের হয়ে আর টি-টোয়েন্টি খেলা হয়নি বাঁহাতি এই ওপেনারের।  

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।