ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

হকির চূড়ান্ত দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
হকির চূড়ান্ত দল ঘোষণা

এশিয়ান গেমসের বাছাই ও এশিয়া কাপকে সামনে রেখে ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।

এর আগে ২০ জনের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছিল।

সেখানে দুজনকে রাখা হয়েছিল স্ট্যান্ডবাই হিসেবে। তবে সেই দুজনের একজন পুষ্কর ক্ষীসা মিমোকে এবার চূড়ান্ত দলে রাখা হয়েছে। আর স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে দ্বীন ইসলাম ইমন ও আল নাহিয়ান শুভকে।

আগামী ৬ থেকে ১২ মে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের বাছাই। এরপর ২৩ মে থেকে ১ জুন পর্যন্ত ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে হিরো এশিয়া কাপ। আগামী ৪ মে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

বাংলাদেশ হকি দল: বিপ্লব কুজুর, আবু সাঈদ নিপ্পন, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, রেজাউল করিম বাবু, সারোয়ার হোসেন, সোহানুর রহমান সবুজ, রোমান সরকার, নাঈম উদ্দিন, প্রিন্স লাল সামন্ত, রাসেল মাহমুদ জিমি, আরশাদ হোসেন, মিলন হোসেন, ফজলে হোসেন রাব্বি, রাকিবুল হোসেন রকি ও পুস্কর ক্ষীসা মিমো।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।