ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

পর্দা নামলো শেখ রাসেল স্কুল ক্যারমের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
পর্দা নামলো শেখ রাসেল স্কুল ক্যারমের

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে সোমবার (১৮ আক্টোবর)। এ উপলক্ষে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের আয়োজনে তিন দিনব্যপী শেখ রাসেল স্কুল ক্যারম টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

লেক সার্কাস গার্লস হাই স্কুল এবং ধানমণ্ডি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত স্কুল ক্যারম টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়। দুইটি স্কুলেই বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

তিন দিনব্যাপী টুর্নামেন্ট ১৬ অক্টোবর শুরু হয়ে আজ ১৮ অক্টোবর শেষ হয়। প্রতি স্কুলের প্রায় ১০০-১৫০ শিক্ষার্থী এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্যারম ফেডারেশনের কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাব, কার্যকারী সদস্য জাফরুল আহসান বাবুল, চীফ আম্পায়ার ফেরদৌস জামান সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।