ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

ঢাকায় হকির ‘ম্যারাডোনা’ খ্যাত শাহবাজ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
ঢাকায় হকির ‘ম্যারাডোনা’ খ্যাত শাহবাজ

নব্বইয়ের দশকে ঢাকা মোহামেডানের জার্সি গায়ে ঢাকার ক্লাব হকি মাতিয়ে গিয়েছিলেন তিনি। শাহবাজ আহমেদের স্টিকের কারুকাজ দেখতে তখন মওলানা ভাসানী স্টেডিয়ামের গ্যালারিতে ভিড় করতেন অনেক দর্শক।

পাকিস্তানি এই তারকা এরপর কয়েকবার এসেছেন ঢাকায়। ৫৪ বছর বয়সী শাহবাজ গতকাল (২৩ অক্টোবর) বিকেলে এসেছেন আরও একবার।

উপমহাদেশের হকিতে শাহবাজ আহমেদের অন্যরকম পরিচিতি আছে; যাকে ‘হকির ম্যারাডোনা’ বলেও অভিহিত করা হয়ে থাকে। পাকিস্তানের হয়ে ১৯৯৪ বিশ্বকাপ জয়ী এই তারকা এবার বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে গাঁটছড়া বাঁধতে ঢাকায় এসেছেন।

তবে হকির ‘ম্যারাডোনা’খ্যাত পাকিস্তানের সাবেক অধিনায়ককে এবার বাংলাদেশের হকিতে পাওয়া যাবে ভিন্ন ভূমিকায়। ২৮ অক্টোবর ঢাকায় শুরু হতে যাওয়া দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি হকি লিগে তিনি ক্রিকেটার সাকিব আল হাসানের দল মোনার্ক মার্ট পদ্মার পরামর্শক হয়ে কাজ করবেন। কাজ শুরুও করে দিয়েছেন প্রথম দিনে এসেই। বিকেলে ঢাকায় এসে সন্ধ্যার পর মোনার্ক মার্টের খেলোয়াড়দের নিয়ে পরিচিতি পর্বও সেরে নিয়েছেন।

বাংলাদেশ সময়:
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।