ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ই-টিকিটের যুগে বাংলাদেশের হকি 

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ই-টিকিটের যুগে বাংলাদেশের হকি 

হকি চ্যাম্পিয়নস ট্রফির এক্সক্লুসিভ টিকিট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে মোনার্ক মার্ট। বাংলাদেশে যে কোনো স্পোর্টিং ইভেন্টে এই প্রথম শতভাগ অনলাইন টিকিটিং সিস্টেম চালু হচ্ছে ২৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ফ্রাঞ্চাইজি হকিতে।

নতুন পদ্ধতিতে টিকিট নিয়ে আর কোনো ঝামেলা পোহাতে হবে না। অনলাইনে খুব সহজেই কিউআর কোডের মাধ্যমে টিকিট কেটে এইচসিটি ২০২২ এর খেলা মাঠে বসে দেখতে পারবেন দর্শক-সমর্থকেরা। টিকিট নিশ্চিত করতে ও এই সংক্রান্ত তথ্য পাওয়া যাবে: https://monarchmart.com/category/E-Ticket-3mhbu  এই ঠিকানায়।

অনলাইন টিকিটিং সিস্টেম চালু হলে এর মাধ্যমে স্টেডিয়ামে আসা দর্শকদের সঠিক সংখ্যা যেমন জানা যাবে, একই সঙ্গে দূর হবে টিকিট প্রাপ্তি নিয়ে যে কোনো ধোঁয়াশাও।  

এ ব্যাপারে মোনার্ক পদ্মার প্রধান পৃষ্ঠপোষক আবুল খায়ের হিরু বলেন, "ডিজিটাল বাংলাদেশের রূপরেখায় যুক্ত হলো স্পোর্টসও। মোনার্ক মার্ট চায় প্রযুক্তির ছোঁয়ায় জীবন আরও সহজতর করতে, সেই লক্ষ্যে নতুন এই উদ্যোগ দর্শকদের হকি মাঠে আসতে আরও বেশি প্রেরণা যোগাবে। ''

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২ 
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।