ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারে শুরু সাকিবের পদ্মার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারে শুরু সাকিবের পদ্মার ছবি: শোয়েব মিথুন

দেশে প্রথমবারের মত আয়োজিত হচ্ছে ফ্রাঞ্চাইজ ভিত্তিক হকি টুর্নামেন্ট। আজ একমি চট্টগ্রাম এবং সাইফ পাওয়ার খুলনার বিপক্ষের ম্যাচ দিয়ে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মাঠে গড়িয়েছে ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’।

দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল রূপায়ন সিটি কুমিল্লা এবং মোনার্ক পদ্ম। ম্যাচে ৩-২ গোলে জয় পেয়েছে কুমিল্লা।

এবারের আসরে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল সাকিব আল হাসানের দল মোনার্ক পদ্মা। তবে প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি সাকিবের দল। পুরো ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তার করে খেলেছে রূপায়ন কুমিল্লা। ম্যাচের শেষ দিকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও তেমনটি করতে পারেনি দলটি।

হকির ম্যারাডোনা খ্যাত শাহবাজ আহমেদকে পরামর্শক হিসেবে আনার ফলে আরও বেশি আলোচনায় ছিল সাকিবের মোনার্ক পদ্মা দলটি। তবে প্রথম ম্যাচে মাঠে নিজেদের ঠিক সেভাবে মেলে ধরতে পারলো না দলটি।

৩ মিনিটের সময় বক্সের সামনে জটলা থেকে সাইদুর রহমান সাজু ফিল্ড গোল করে দলকে এগিয়ে নেন। চার মিনিট পর রূপায়ন সিটি ব্যবধান দ্বিগুণ করে। সতীর্থের পাস থেকে সোহানুর রহমান সবুজ রিভার্স হিটে জাল কাঁপান।

প্রথম কোয়ার্টারে টানা চারটি পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি মোনার্ক পদ্মা।

২৩ মিনিটে পুষ্কর খীসা মিমো আক্রমণ থেকে লক্ষ্যভেদ করে রূপায়ন সিটিকে আরও এগিয়ে নেন। ম্যাচের শেষের দিকে মোনার্ক মার্ট জ্বলে ওঠে। দুই গোল শোধ দিয়ে ম্যাচে দারুণভাবে ফেরার ইঙ্গিত দেয়।

৫৬ মিনিটে মোনার্ক পদ্মা এক গোল শোধ দেয়। পেনাল্টি কর্নার থেকে মিয়া তানিমিতসু ব্যবধান কমান। পরের মিনিটে আক্রমণ থেকে ওয়েহিহং সিও দ্বিতীয় গোল করে দলকে আশা দেখান। কিন্তু শেষ পর্যন্ত জয় হয়েছে রূপায়ন সিটি কুমিল্লারই। ৩-২ গোলে স্কোরলাইন রেখে জয় পেয়েছে তারা।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।