ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

থানচিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার, রোয়াংছড়ি-রুমায় বহাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
থানচিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার, রোয়াংছড়ি-রুমায় বহাল

বান্দরবান: বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণের ওপর প্রশাসনের নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছে। তবে রুমা ও রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞার সময়সীমা ১১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, রুমা ও রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান চলছে, এজন্য পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।

সর্বশেষ ১ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত রোয়াংছড়ি, রুমা এবং থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার সময় বাড়িয়ে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। তবে ৬ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে আবার গণবিজ্ঞপ্তি জারি করে থানচি উপজেলাকে বাদ দিয়ে শুধুমাত্র রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার সময়সীমা ১১ ডিসেম্বর পর্যন্ত বহাল রাখার কথা জানায় বান্দরবান জেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।