ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

ক্রেলের প্রশিক্ষণে স্বাবলম্বী দেলোয়ার

সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
ক্রেলের প্রশিক্ষণে স্বাবলম্বী দেলোয়ার ছবি: আবু বক্কর সিদ্দিক

শ্রীমঙ্গল থেকে: এসএসসি পরীক্ষার পর বেকার ছিলেন শ্রীমঙ্গলের হাজিপুর এলাকার দেলোয়ার হোসেন। বাজারে ভাড়া দোকানে যে টুকিটাকি ব্যবসাপাতি করতেন তাতে মাসে আয় হতো সর্বোচ্চ চার হাজার টাক‍া।

এখন মাসে আয় ১৫ থেকে ২০ হাজার। মাত্র তিন মাসের একটি প্রশিক্ষণ বদলে দিয়েছে তার জীবন। এখন নিজের জায়গায় দোকান তুলে ভাড়া দিয়ে আয়ও করছেন তিনি।

দেলোয়ারের জীবন বদলে দেওয়ার কারিগর ইউএসএইড'র ক্লাইমেট-রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস অ্যান্ড লাইভলিহুডস (ক্রেল) প্রকল্প।  

ক্রেল বাইক্কা বিল নির্ভর মানুষকে অন্য পেশায় ছড়িয়ে দিতে কর্মমুখী ট্রেনিংয়ের অংশ হিসেবে তাকে প্রশিক্ষণ দিয়েছিলো মোবাইল সার্ভিসিংয়ের উপরে। এখন তার পেশা মোবাইল সার্ভিসিং। হাজিপুর বাজারে তার মোবাইল সার্ভিসিং দোকান ‘হোসাইন কম্পিউটার ডিজিটাল স্টুডিও অ্যান্ড টেলিকম’ রয়েছে।  

রোবাবর (২৩ জুলাই) বেলা ১১টার দিকে যখন তার সঙ্গে কথা হচ্ছিলো তখইন চারটি নষ্ট মোবাইল নিয়ে আসেন স্থানীয়রা। এরকম দিনে ১০ থেকে ১২টি মোবাইল তার কাছে আসে বলে জানান দেলোয়ার।

দেলোয়ার আরও জানান, চার্জিং, পাওয়ার, নেটওয়ার্কিং বিষয়ে তার বিশেষ দক্ষতা রয়েছে। এছাড়া যোকোন ধরনের মোবাইল তিনি মেরামত করতে পারেন। অনেক মোবাইল জেলা শহরের সার্ভিসিং সেন্টারে নিয়ে গিয়ে ঠিক করতে না পেরে ব্যর্থ হয়ে ব্যবহারকারীরা তার কাছে আনেন।  

দেলোয়ার জানান, আয় বাড়ায় পরিবারে এখন ভূমিকা রাখতে পারেন তিনি। স্বচ্ছল জীবনযাপনে অভ্যস্ত হওয়ায় পাশের মাছের অভয়ারণ্য থেকে মৎস্য আহরণে ব্যস্ততা নেই তার। এখন সকাল থেকে রাত পর্যন্ত মোবাইল ফোন ঠিক করা নিয়েই ব্যস্ত থাকেন।  

ইউএসএইড'র এ প্রকল্প শ্রীমঙ্গলের বাইক্কা বিলের আশপাশের মৎস্যকেন্দ্রিক মানুষকে বিকল্প পেশা দিতে গিয়ে এরকম কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ দিচ্ছে। দেলোয়ার হোসেন সেরকম একজন প্রশিক্ষণার্থী। তিনি ছাড়া এ এলাকার অনেক নারীও প্রশিক্ষণ নিচ্ছেন কর্মমুখী পেশায়। এতে তাদের যে আয় হয় তাতে আর বিলে মাছ ধরতে যেতে হয় না- জানান ক্রেল কর্মকর্তারা।  

**শ্রীমঙ্গলে নজর কাড়ছে টি হ্যাভেন রিসোর্ট
** হাজার বছরের সংগ্রহ নিয়ে সিলেটের জাদুঘর এখনও অন্তরালে
**ওয়ার্ল্ড হেরিটেজে যেতে পারে এমসি কলেজ ছাত্রাবাস
** শ্রীমঙ্গলের প্রথম পছন্দ শ্রীমঙ্গল ইন
** সিলেটের হেরিটেজ নিয়ে যত উদ্যোগ
** শীতল পাটির কারুশিল্পী অরুণের করুণ কথা
** যেভাবে তৈরি হয় শীতল পাটি​
** সিলেটে রেলের সেই সুদিন ফিরবে কি!​
** উপমহাদেশের প্রথম চা বাগানে
** ঢাকা-সিলেট: চারলেনের অপেক্ষায় সিলেটবাসী ও পর্যটক
** দুই কারণে সাতছড়িতে ঝুঁকিতে বন্যপ্রাণী
** ট্রেইলে নয় ওয়াচ টাওয়ারে সাতছড়ি দর্শন
** বাসে বিমানের ছোঁয়া!
** এসি বাস নেই সিলেট রুটে!

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।