ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

পাঁচদিনের দার্জিলিং ট্যুর মাত্র ১৩ হাজার ৯শ’ টাকায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
পাঁচদিনের দার্জিলিং ট্যুর মাত্র ১৩ হাজার ৯শ’ টাকায় ছবি: ডিএইচ বাদল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অপূর্ব দর্শনীয় স্থান দার্জিলিং দেখার শখ অনেক দিনের। কিন্তু ব্যয় সাধ্যের মধ্যে নেই বলে আর যাওয়া হচ্ছে না।

এমন ভাবনা যাদের, তাদের জন্য দারুণ এক সুযোগ এসেছে এবার। মাত্র ১৩ হাজার ৯শ’ টাকায় পাঁচদিনের জন্য ট্যুরের সুযোগ দিচ্ছে ট্রাভেল অ্যাজেন্সি ‘ভ্রমণ’।
 
রাজধানীর বসুন্ধরা সিটিতে পাঁচ দিনব্যাপী আয়োজিত পর্যটন মেলার চতুর্থ দিন, শনিবার (২০ আগস্ট) গিয়ে এ তথ্য জানা যায়। স্টল হিসেবে মেলায় ভ্রমণ নামটি সরাসরি বিষয়-বস্তুর সঙ্গে এক হওয়ায় ক্রেতা সাধারণের উৎসাহও দেখা গেলো বেশ।
 
প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটি মোহাম্মদ আরিফ বাংলানিউজকে জানান, ভিয়েতনাম, মালয়েশিয়া, ভারতের শিমলা-মানালি, দার্জিলিং, নেপাল, শ্রীলংকা, ভুটান, থাইল্যান্ড, মরিশাস, মায়ানমার, চীনসহ বিভিন্ন দেশে বিভিন্ন রকম পেকেজে ট্যুরের ব্যবস্থা করেন তারা। এক্ষেত্রে কিছু আছে প্লেনে, আবার কিছু সড়ক পথে। সর্বনিম্ন ১৩ হাজার ৯শ’ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আড়াই লাখ টাকার প্যাকেজের ব্যবস্থাও রয়েছে। ১৩ হাজার ৯শ’ টাকায় পাঁচদিন- চার রাতের জন্য দার্জিলিং ভ্রমণের ব্যবস্থা রেখেছে ভ্রমণ।
 
এছাড়া দেশের অভ্যন্তরেও কাপল ট্যুরের প্যাকেজ রেখেছে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে সর্বনিম্ন ১৬ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩৭ হাজার টাকা খরচ পড়বে।
 
এদিকে মেলায় বুকিং দিলেই ১০ শতাংশ ছাড় দিচ্ছে ভ্রমণ। আবার আগামী ২১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত (ঈদ ব্যাতীত) দেশের অভ্যন্তরের প্যাকেজগুলোতে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে প্রতিষ্ঠানটি।
 
ভ্রমণের অন্যতম সুবিধা হলো বুকিং বা পুরো পেমেন্ট বিকাশ করে দেওয়ার যায়। আবার ইস্টার্ন ব্যাংকের নির্দিষ্ট অ্যাকাউন্ট নম্বরেও টাকা জমা দেওয়া যায়।
 
প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং অনলাইনে বুকিং দেওয়ার তথ্য জানা যাবে- www.vromon.com.bd ঠিকানায়।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।