ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

অকালেই চলে গেলেন ভ্রমণ পিপাসুদের প্রিয়মুখ মাহমুদ হাসান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
অকালেই চলে গেলেন ভ্রমণ পিপাসুদের প্রিয়মুখ মাহমুদ হাসান

ঢাকা: ‘বেড়াই বাংলাদেশ’ ও ‘ট্রিপ টু বাংলাদেশ’র প্রধান মাহমুদ হাসান খান মারা গেছেন। তার জানাজা রোববার (২৮ আগস্ট) বাদ আসর মিরপুর কাজীপাড়া জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে।

পরে কাজীপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।
 
শনিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টায় বাংলাদেশ পর্যটন শিল্পের নিবেদিত প্রাণ এই ব্যক্তি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৬ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে কিছুদিন আগে তিনি সিএমএইচ-এ ভর্তি হয়েছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালে। মিরপুর কাজীপড়ায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। এখানেই ছিলো ট্রিপ টু বাংলাদেশের অফিস।
 
মাহমুদ হাসান খান তার ট্রিপ টু বাংলাদেশের মাধ্যমে হাজারো বিদেশির কাছে বাংলাদেশের গ্রামাঞ্চলকে জনপ্রিয় করে তুলেছিলেন। তিনিই প্রথম বাংলাদেশে ‘বরিশাল ব্যাক ওয়াটার ট্যুরিজম’ প্রবর্তন করেন।
 
এছাড়া বেড়াই বাংলাদেশ নামে ফেসবুকে ভ্রমণ বিষয়ক গ্রুপ গড়ে তুলেছিলেন। এ গ্রুপটির মাধ্যমে বাংলাদেশের গ্রামসহ বিভিন্ন প্রাকৃতিক আকর্ষণ খুঁজে বের করে ভ্রমণে আগ্রহী করে তোলা হতো মানুষদের।
 
ভ্রমণ বিষয়ে নিয়মিত বিভিন্ন তথ্য ও পরামর্শ দিতেন তিনি। বিদেশি ভ্রমণ বিষয়ক বিভিন্ন ব্লগে তিনি বাংলাদেশে পর্যটনের বিভিন্ন আকর্ষণীয় দিকগুলো তুলে ধরে লেখালেখি করতেন।
 
এছাড়া তিনি বাংলাদেশের পর্যটন উন্নয়নে পর্যটন করপোরেশন ও পর্যটন বোর্ডের সঙ্গে ‘বরিশাল ব্যাক ওয়াটার ট্যুরিজম’সহ বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন।
 
বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধ্যক্ষ পারভেজ আহমদ জানান, দেশে পর্যটন বিকাশে অসাধারণ ভূমিকা রাখছিলেন মাহমুদ হাসান খান। তিনি হারিয়ে যাওয়া এক তারা। যার আলোয় আলোকিত আমরা।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এসএ/এসএনএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।