ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু...

আসাদ জামান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু... ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল থেকে: এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়/একি বন্ধনে জড়ালে গো বন্ধু-কালজয়ী এই গানের সঙ্গে নৃত্য শিল্পী কেয়া সিনহার নৃত্য পরিবেশনা সত্যি এক অপার্থিব বন্ধনে এই মুহূর্তে জড়িয়ে রেখেছে শ্রীমঙ্গলের টি হ্যাভেন রিসোর্টের অতিথিদের।
 
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকদের সামনে স্থানীয় লোকজ সংস্কৃতি তুলে ধরতে শ্রীমঙ্গলের নতুন সেনসেশন টি হ্যাভেন রিসোর্টে বুধবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টায় এ সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয়।


 
চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৪-এর চ্যাম্পিয়ন কেয়া সিনহা মণিপুরী নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে টি হ্যাভেনের অতিথিদের মাতিয়ে রাখবেন আজ রাত। টি হ্যাভেনের অতিথি ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সরকারি কর্মকর্তা, চা বাগানের কর্তাব্যক্তি ও রাজনীতিকরা উপস্থিত হয়েছেন এ সাংস্কৃতিক আয়োজনে।
 
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এজেড/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।