ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

টি হ্যাভেনের আকর্ষণীয় ঈদ প্যাকেজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
টি হ্যাভেনের আকর্ষণীয় ঈদ প্যাকেজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঈদ আনন্দের সঙ্গে যারা বাড়তি মাত্রা যোগ করতে চান তাদের জন্য আকর্ষণীয় ‘ঈদ প্যাকেজ’-এর ব্যবস্থা করেছে চায়ের শহর শ্রীমঙ্গলের টি হ্যাভেন রিসোর্ট।
 
বাংলাদেশের অন্যতম প্রধান পযর্টন শহর শ্রীমঙ্গলের প্রাইম লোকেশনে ঢাকা-হবিগঞ্জ মহাসড়কের পাশে ছিমছাম পরিবেশে সবুজে ঘেরা টি হ্যাভেন রিসোর্টের এ আকর্ষণীয় ঈদ প্যাকেজ ভ্রমণপিপাসু ও সৌখিন পযর্টকদের ঈদানন্দ বহুগুণ বাড়িয়ে দেবে।

   
 
মাত্র সাড়ে ১৩ হাজার টাকায় একটি প্যাকেজ কিনলে বন্ধু বা সঙ্গীকে নিয়ে টি হ্যাভেনের লাক্সারিয়াস রুমে দু’রাত দু’দিন থাকার সুযোগ পাবেন। সঙ্গে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের ব্যবস্থা রয়েছে। সাইটসিংয়ের জন্য রয়েছে নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবস্থা ও অভিজ্ঞ গাইড।
 
এ ছাড়া চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৪ এর প্রথম রানার আপ কেয়া সিনহার মনিপুরি নৃত্যসহ স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা থাকছে এ প্যাকেজে অন্তর্ভুক্ত।
 
ঈদ প্যাকেজ সম্পর্কে জানতে চাইলে টি হ্যাভেন রিসোর্টের অন্যতম পরিচালক আবু সিদ্দিক মো. মুসা বাংলানিউজকে বলেন, ঈদে এমনিতেই পযর্টকের ভিড় থাকে শ্রীমঙ্গলে। এ সময় হোটেল-মোটেলগুলোতে বিশেষ ছাড়ের প্রয়োজন হয় না। কিন্তু পযর্টন শিল্পকে সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে যেতে নিয়মিত মূল্যের চেয়ে অনেকটা কমিয়ে আমরা ঈদ প্যাকেজ ছেড়েছি। এতে সাড়াও পাওয়া যাচ্ছে বেশ।
 
ট্যুর প্ল্যান:
 
প্রথম দিন: মাধবপুর লেক, লাউয়াছড়া রেইন ফরেস্ট, নীলকণ্ঠ টি কেবিন, মণিপুরি পাড়া ও চা বাগান পরিদর্শন।
 
দ্বিতীয় দিন: মাধবকুণ্ড জলপ্রপাত, সিতেশবাবুর মিনি চিড়িয়াখানা ও চা বাগান পরিদর্শন। সন্ধ্যায় টি হ্যাভেন রিসোর্টে মণিপুরি সাংস্কৃতিক সন্ধ্যা।
 
প্যাকেজ মূল্য: ১৩,৫০০ (দুই জন)
 
বাংলাদেশ সময়: ১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০,২০১৬
এজেড/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।