ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

শ্রীমঙ্গলে পর্যটন দিবস পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
শ্রীমঙ্গলে পর্যটন দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): ‘সবার জন্য পর্যটন’ এ শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস।

 

শ্রীমঙ্গল ট্যুর গাইড কমিউনিটির আয়োজনে হোটেল ও রেস্টুরেন্ট মালিক সমিতির সহযোগিতার মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চৌমুহনা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে।

এতে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, সহকারী কমিশনার (ভূমি) এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিৎ কুমার পাল, টি হ্যাভেন রিসোর্টের পরিচালক আবু সিদ্দিক মোহাম্মদ মুছা, শ্রীমঙ্গল ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের চেয়ারম্যান সায়েদ আলী, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী এনাম হোসেন চৌধুরী মামুনসহ স্থানীয় ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
বিবিবি/ওএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।