ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

শেষ দিনে জমে উঠেছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
শেষ দিনে জমে উঠেছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার ছবি: শাকিল আহমেদ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আইসিসিবি থেকে: শেষ দিনে জমে উঠেছে পঞ্চম বারের মতো শুরু হওয়া এশিয়ান ট্যুরিজম ফেয়ার। দেশের পর্যটন খাতের বিকাশ ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্য নিয়েই এ মেলার আয়োজন করা হয়েছে।

শনিবার (০১ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) গিয়ে দেখা যায়, মেলায় বরাদ্দকৃত ১শ’ ২০টি স্টলের প্রত্যেকটিতে দর্শনার্থীদের ভিড়। মূলত দুপুর ১২টার পর থেকে দর্শনার্থীদের আগমন বাড়তে শুরু করে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবারও মেলায় দর্শনার্থীদের ছিলো উপচেপড়া ভিড়।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্ধোধন করেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের। পর্যটন বিচিত্রা আয়োজিত এ মেলা শেষ হচ্ছে শনিবার রাত ৮টায়।

ফড়িং দ্য ট্রাভেলার্সের স্টলে গিয়ে দেখা যায়, চান্দের গাড়িতে চড়ে দর্শনার্থীরা ব্যাপক আনন্দিত। স্টলটিতে বুকিং দিতেও দর্শনার্থীরা হুমড়ি খেয়ে পড়ছেন। ফড়িং দ্য ট্রাভেলার্সের স্টলে গিয়ে সাজেক ভ্যালির জন্য বুকিং দেওয়া ভ্রমণ পিপাসু আজমল বাংলানিউজকে বলেন, ভ্রমণ পিপাসুরা সবাই এই প্রতিষ্ঠানের কাছ থেকে ভালো সার্ভিস পায়। আমি পরিবার নিয়ে এর আগেও কক্সবাজার গিয়েছি। তাই মেলায় এসে এবারও বুকিং না দিয়ে পারলাম না। ভ্রমণের আনন্দ তো বরাবরই রোমাঞ্চকর!

ফড়িং দ্য ট্রাভেলার্সের ম্যানেজার শরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, গতকালের চেয়ে আজ (শনিবার) দর্শনার্থীদের ভিড় অনেক। অনেকে আসছেন ঘুরছেন সঙ্গে বুকিংও দিচ্ছেন। দুপুরের পর মেলায় আরও ভিড় বাড়বে।

ফড়িং দ্য ট্রাভেলস লিমিটেডের সঙ্গে যোগাযোগ: ৫৭/১১ (১ম তলা), পূর্ব রাজাবাজার, পশ্চিম পান্থপথ, ঢাকা ১২১৫ ঠিকানায়। ফোন: +৮৮০২৯১৪৪৭৪৪, +৮৮০১৭৮১৭৭০০৩৩ বা +৮৮০১৭৮১৭৭০০৪৪। ভিজিট করতে: www.foring.com.bd ওয়েবসাইটে বা foring.the.travelers ফেসবুক পেজ।

জোভাগো.নেট অনলাইন হোটেল বুকিং বিডি লিমিটেডের স্টলেও দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। স্টলের দর্শনার্থীরা বাংলানিউজকে বলেন, অনলাইনের মাধ্যমে বুকিং দেওয়া প্রতিষ্ঠানের মধ্যে জোভাগো.নেট ভালো একটি প্রতিষ্ঠান। এছাড়া কোনো ধরনের ঝামেলা ছাড়াই ভ্রমণ করা যায় এই সংস্থাটির মাধ্যমে।

জোভাগো.নেট অনলাইন হোটেল বুকিং বিডি লি. এর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমরা একমাত্র প্রতিষ্ঠান যে কোনো ধরনের ভোগান্তি কিংবা প্রতারণা ছাড়াই সার্ভিস দিয়ে থাকি। বিভিন্ন দেশের ৫২টি হোটেলের সঙ্গে আমাদের ব্যবসা আঠে। আমাদের মূল উদ্দেশ্য বাংলাদেশের পর্যটন খ্যাতকে আরও সম্বৃদ্ধ করা।

আয়োজক প্রতিষ্ঠান পর্যটন বিচিত্রার প্রতিনিধিরা জানান, মেলায় দর্শক উপস্থিতি ক্রমশ বাড়ছে। ছুটির দিন হওয়ায় অনেকে তাদের পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন। শুধু তাই নয়, মেলায় আসা দর্শনার্থীরা বুকিং দিতেও ভুল করছেন না।

এশিয়ান ট্যুরিজম ফেয়ারে প্রবেশ কুপনের বিপরীতে সবার জন্য থাকছে ফ্যান্টাসি কিংডমে প্রবেশ মূল্যে পঞ্চাশ শতাংশ ছাড়। এছাড়া র‌্যাফেল ড্র-এর গিফট ভাউচরে থাকছে ঢাকা-ব্যাংকক-ঢাকা, ঢাকা- ইয়াংগুন-ঢাকা বিমান টিকিট এবং হলিডে গিফট ভাউচারসহ নানা আকর্ষণীয় উপহার।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
এসজে/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।