ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

হোটেল ভাড়ায় ১৫ শতাংশ ভ্যাট পুনর্বিবেচনার সুপারিশ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
হোটেল ভাড়ায় ১৫ শতাংশ ভ্যাট পুনর্বিবেচনার সুপারিশ

জেলা প্রশাসকের (বান্দরবান) সম্মেলন কক্ষ থেকে: বান্দরবান দেশের অন্যতম সেরা পর্যটন স্পট। কিন্তু এখানে পরিবহন ও আবাসন খরচ অনেক বেশি।

এ কথা জানিয়ে হলিডে ইন রিসোর্টের ব্যবস্থাপক জাকির হোসেন বলেছেন, পরিবহন ব্যবস্থা উন্নত করে এ ক্ষেত্রে খরচটা কমানোর উদ্যোগ নেওয়া গেলে পর্যটকরা আসতে আগ্রহী হবেন।

তিনি বলেন, বান্দরবানে সব হোটেলের ভাড়ায় ১৫ শতাংশ ভ্যাট রয়েছে। এটা ফাইভ স্টার হোটেলের ক্ষেত্রেও, আবার স্টারলেস হোটেলেরও ক্ষেত্রে। এ ভ্যাটের জায়গাটা পুনর্বিবেচনা করা গেলে পর্যটন বিকাশে উপকৃত হবে।
 
পর্যটন ও পরিবেশের বিকাশে শিশুদের নিয়েও কাজ করার সুপারিশ করে জাকির হোসেন বলেন, বিদ্যালয়ে বিদ্যালয়ে যদি শিশুদের মধ্যে পরিবেশ নিয়ে দীক্ষা দেওয়া যায়, তবে আমাদের পর্যটনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।

দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম দিন শুক্রবার পাহাড়ের জীববৈচিত্র্য, ঝরনা-লেক আর সবুজে ঘেরা বান্দরবানসহ তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটির অবারিত সৌন্দর্য উন্মোচনের পাশাপাশি বাংলানিউজ কর্মীদের করা বিভিন্ন প্রতিবেদন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. শাকের আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জহির বিন আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মহিবুল্লাহ ও হিয়ামুল ইসলাম, সরীসৃপ বিশেষজ্ঞ শাহরীয়ার সিজার রহমান অংশ নিয়েছেন।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত আছেন-বান্দরবান উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চৌধুরী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার চৈতী সর্ববিদ্যা, মো. আবদুল্লাহ আল মামুন, নাহিদা আক্তার তানিয়া, পর্যটন পুলিশের পরিদর্শক সুহৃদ চাকমাসহ পর্যটন সংশ্লিষ্টরা।

বাংলানিউজের এ উদ্যোগে সহযোগিতা করছে বেসরকারি উড়োহজাহাজ পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন ও ট্রাভেল এজেন্সি ফড়িং।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
এইচএ/এসএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।