ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

ঢাবি ট্যুরিজম বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
ঢাবি ট্যুরিজম বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত হয়েছে। বিভাগের শিক্ষক ড. বদরুজ্জামান ভূঁইয়া সভাপতি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি শাহ আব্দুল তারিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তরুণ উদ্যোক্তা মারিয়া রিমা।

ড. বদরুজ্জামান ভূঁইয়া শিক্ষকতা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কল্যাণকর কাজে নিয়োজিত রয়েছেন। মারিয়া রিমা কবি ও লেখক হিসেবেও পরিচিত।

গত শনিবার (২১ জানুয়ারি) বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এক সভায় সর্বসম্মতিতে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত সভাপতি বিভাগের সকল ছাত্র-ছাত্রীদের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
পিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।