ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

৩০ মার্চ শুরু আন্তর্জাতিক ট্যুরিজম ফেয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
৩০ মার্চ শুরু আন্তর্জাতিক ট্যুরিজম ফেয়ার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলন/ছবি: কাশেম হারুন

ঢাকা: রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে শুরু হতে যাচ্ছে ১৪তম ঢাকা আন্তর্জাতিক ট্যুরিজম ফেয়ার ২০১৭। ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্ট নামে তিন দিনব্যাপী এ ট্যুরিজম ফেয়ারের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, আয়োজক  কমিটির চেয়ারম্যান ও দি বাংলাদেশ মনিটর’র সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী ড. মো. নাসির উদ্দিন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী ইমরান আসিফ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ মহাব্যবস্থাপক (সেলস) মো. আবু তাহের প্রমুখ।

৩০ মার্চ থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী মেলায় স্বাগতিক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৫০টির অধিক সংস্থা অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, বিমান সংস্থা, ট্রাভেল ও ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্ট, পর্যটন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, অনলাইন বুকিং/ পোর্টাল ও অন্যান্য প্রতিষ্ঠান।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো মেলা চলাকালে দর্শনার্থীদের জন্য হ্রাসকৃত মূল্যে প্লেনের টিকিট, আকর্ষণীয় ট্যুর প্যাকেজসহ বিভিন্ন সেবা উপস্থাপন করবে।

সোনারগাঁও হোটেলের বলরুমে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশ মূল্য জনপ্রতি ৩০ টাকা। ১ এ‌প্রিল মেলার শেষ দিন সন্ধ্যা সাড়ে ৭টায় র‌্যাফেল ড্রয়ের ব্যবস্থা রয়েছে। র‌্যাফেল ড্র বিজয়ীদের দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যের এয়ার টিকিট, ট্যুর প্যাকেজ, তারকা হোটেলে রা‌তযাপন, লাঞ্চ ও ডিনার কুপনসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হবে।

মেলা উপলক্ষে বিমান বাংলাদেশ ৬টি দেশের নির্দিষ্ট ফ্লাইটের টিকিটে ২০ শতাংশ ছাড় দেবে। এছাড়া দেশের অভ্যন্তরে ৭ শতাংশ ছাড়ে টিকিট সংগ্রহ করা  যাবে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।