ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

২ মাসের মধ্যে ফের ভারত ভ্রমণে বাধা বাংলাদেশিদের জন্য নয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
২ মাসের মধ্যে ফের ভারত ভ্রমণে বাধা বাংলাদেশিদের জন্য নয় বেনাপোল সীমান্ত/ফাইল ফটো

ঢাকা: ভ্রমণভিসায় (ক্যাটাগরি টি-১, টি-২) একবার ভারত ভ্রমণের পর দুই মাসের মধ্যে ফের ভারত যেতে পারা না পারা নিয়ে বিভ্রান্তি দূর হয়েছে। দুই মাসের মধ্যে ফের ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে, তবে তা বাংলাদেশিদের জন্য নয়, পাকিস্তান, সুদানসহ কয়েকটি দেশের জন্য।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র।

গত কয়েকদিন ধরে ভুল বোঝাবুঝিতে ভ্রমণভিসায় বেনাপোল, আগরতলা, চাতলাপুরসহ দেশের বিভিন্ন ইমিগ্রেশন দিয়ে একবার ভারত ভ্রমণের দুই মাস পূর্ণ হওয়ার আগেই যারা ফের যাচ্ছিলেন তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছিলো।

অনেক ভ্রমণকারী এ সময়ে ভারতে না ঢুকতে পেরে ফিরে এসেছেন। অনেকে আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে যাওয়া নিয়ে বিড়ম্বনায় পড়েন।

বিষয়টি হাইকমিশনের দৃষ্টিগোচর হলে এটা ভুল বোঝাবুঝি ও সাময়িক বিভ্রান্তি জানিয়ে বলা হয়েছে, এ নিষেধাজ্ঞা বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য নয়। এটা পাকিস্তান, সুদানসহ মুষ্টিমেয় কয়েকটি দেশের জন্য প্রযোজ্য।

দুই মাসের মধ্যে ফের যারা ভারত ভ্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন তাদের আর কোনো বাধা বা না যেতে পারার আশঙ্কা আর থাকলো না।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।