ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

সিলেটের পর্যটন বাংলাদেশের জন্য বড় সম্পদ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
সিলেটের পর্যটন বাংলাদেশের জন্য বড় সম্পদ  সিলেটে পর্যটন দিবসে র‌্যালি/ছবি: বাংলানিউজ


সিলেট: সিলেটের পর্যটন বাংলাদেশের জন্য বড় সম্পদ হিসেবে আখ্যায়িত করে বক্তারা বলেন, এ অঞ্চলের পর্যটন উন্নয়নে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। যেগুলো বাস্তবায়নে কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আটাব সিলেট জোন ও সিলেট ট্যুরিস্ট ক্লাবের যৌথ উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা এ কথাগুলো বলেন।  

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার এই এলাকার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে চায়।

এরই ধারাবাহিকতায় সিলেটে ৪৪ একর ভূমিতে গড়ে তোলা হচ্ছে পর্যটন জোন। পাশাপাশি রাতারগুল, জাফলং ও বিছানাকান্দিতে বসার জায়গা, ওয়াশ ব্লক ও টাওয়ার নির্মাণ কাজের টেন্ডার হয়েছে।

আটাব সিলেটের সভাপতি আব্দুল জব্বার জলিলের সভাপতিত্ব ও সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি হুমায়ুন কবির লিটনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আহাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুশাররফ হোসেন।

আরও বক্তব্য রাখেন পর্যটন করপোরেশন সিলেটের বিদায়ী ম্যানেজার জাহিদ হাসান, নবাগত ম্যানেজার আখলাকুর রহমান, ওয়ার্কার্স পার্টি সিলেটের সাধারণ সম্পাদক সিকান্দার আলী। স্বাগত বক্তব্য রাখেন সিলেট ট্যুরিস্ট ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিয়া, এমসি কলেজ ট্যুরিস্ট ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক শাহ আলম রাফী, আটাব সিলেটের সদস্য আব্দুল কাদির, হাব সিলেটের সহ-সভাপতি তৈয়বুর রহমান, সিলেট ট্যুরিস্ট ক্লাবের প্রচার সম্পাদক মাজহুরুল ইসলাম সাদি, সদস্য দেলোয়ার হোসেন রানা, শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির সভাপতি আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক গোলাম রইসুল খান, প্রমুখ।  
এর আগে দিবসটি উপলক্ষে সিলেট জেলা প্রশাসন, বাংলাদেশ পর্যটন করপোরেশন সিলেট ইউনিট দিবসটি উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের করে। সিলেট ট্যুরিস্ট ক্লাব, ট্যুরিস্ট ক্লাব অব এমসি কলেজসহ বিভিন্ন ট্রাভেলস এজেন্সির সংগঠন আটাব, হাব ও ট্যুরিজম সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি কর্মকর্তারা র‌্যালিতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।